বিএসইসির তদন্তের জালে ১২ ফান্ড

বিএসইসির তদন্তের জালে ১২ ফান্ড

পুঁজিবাজারের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পরিচালিত ১২টি মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা, অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, আইন লঙ্ঘন এবং দুর্বল ব্যবস্থাপনার মতো গুরুত্বর অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে মিউচ্যুয়াল ফান্ডগুলোর সার্বিক কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

এরই ধারাবাহিকতায় নতুন করে ছয়টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এর আগে গঠিত তিন সদস্যের কমিটি বাতিল করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

তদন্তের বিষয়টি অ্যাসেট ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে। এছাড়া বিএসইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রাইজিংবিডি ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

বিগত সরকারের আমলে আইন বা বিধি-বিধান লঙ্ঘন করা মিউচুয়াল ফান্ডগুলোর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন মিউচুয়াল ফান্ডগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ক্লোজএন্ড ফান্ড হলো-এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

 

বিএসইসির তদন্ত আদেশ


বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন কর্তৃক জারিকৃত নির্দেশনা এবং নির্বাহী পরিচালক, মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন কর্তৃক উপস্থাপিত প্রস্তাবিত তদন্ত কমিটির সদস্যদের তালিকার ওপর আলোচনায় সার্বিক দিক বিবেচনা করে ১২টি মিউচুয়াল ফান্ড ও একটি স্পেশাল পারপাস ভিয়েকেল এর বিভিন্ন বিষয়ে তদন্ত করার জন্য ইতিপূর্বে গঠিত কমিটি বাতিল করে ৬টি নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম কমিটির‌ সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আমদাদুল হক, উপ-পরিচালক মো. শাহনেওয়াজ এবং সহকারী পরিচালক মো. সাকিল আহমেদ। তারা এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশ স্পেশাল পারপাস ফিক্সড ইনকাম ভেহিকল তদন্ত করবেন।

দ্বিতীয় কমিটির সদস্যরা হলেন-বিএসইসির উপ-পরিচালক মো. রফিকুন্নবী এবং সহকারী পরিচালক রানা দাস।তারা পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের তদন্ত করবেন।

তৃতীয় কমিটির সদস্যরা হলেন-বিএসইসির যুগ্ম পরিচালক সুলতানা পারভীন এবং সহকারী পরিচালক বিনয় দাস। তারা তদন্ত করবেন ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড।

চতুর্থ কমিটির সদস্যরা হলেন-বিএসইসির উপ-পরিচালক মো. মওদুদ মোমেন এবং সহকারী পরিচালক মো. আতিকুল্লাহ। তারা তদন্ত করবেন এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং প্রথম বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড।

পঞ্চম কমিটির সদস্যরা হলেন-বিএসইসির যুগ্ম পরিচালক অনু দে এবং সহকারী পরিচালক মো. সাগর ইসলাম। তারা তদন্ত করবেন আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ষষ্ঠ কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান এবং সহকারী পরিচালক মো. হাসান। তারা তদন্ত করবেন রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ড এবং স্পেশাল অপরচুনিটি ফান্ড।

এছাড়া বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান উক্ত কমিটিসমূহের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।